ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১০৭

আরেক দফা বাড়ল বিদ্যুতের দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২২ ১ মার্চ ২০২৩  

সরকারের নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে আবারো ৫ শতাংশ বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত দাম ১ মার্চ থেকে কার্যকর হবে। 
 নতুন এ দামে মার্চের বিদ্যুতের বিল দিতে হবে। 
এখন থেকে গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৮ টাকা ২৫ পয়সা। আগে ছিল ৭ টাকা ৮৬ পয়সা। ওই দামও বাড়ানো হয়েছিল গত ৩১ জানুয়ারি। সে হিসাবে এক মাসের ব্যবধানেই ইউনিটপ্রতি দাম বাড়ল ৩৯ পয়সা। বিদ্যুৎ বিভাগ নির্বাহী আদেশের ক্ষমতা পাওয়ার পর চলতি বছরের প্রথম দুই মাসেই তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রথমবার  বেড়েছিল ১২ জানুয়ারি।

অর্থনীতিবীদরা বলছেন, এভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে মূল্যস্ফীতির ঝুঁকি আরো বেড়ে যাবে। এ বিষয়ে অর্থনীতিবিদ এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকির মাত্রা কমানোর চেষ্টা করছে। কিন্তু এখন মূল্যস্ফীতি অনেকটাই উচ্চপর্যায়ে আছে, সামনে তা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এভাবে লাগাতার মূল্যবৃদ্ধিতে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে।’