ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৮৩২

আরেক দফার বাড়ল এলপিজির দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২২ ৩১ আগস্ট ২০২১  

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আরেক দফা বাড়ানো হয়েছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৪০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৩ টাকা করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সমন্বয় করে এলপিজির এই মূল্য নির্ধারণ করেছে।

মঙ্গলবার  অনলাইন সংবাদ সম্মেলনে  নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি।

জানা গেছে, আগে ১২ কেজির এলপিজির মূল্য ছিল ৯৯৩ টাকা। মূল্য ৪০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি সর্বোচ্চ খুচরা মূল্য। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

 উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির মূল্য পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।