ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৪৮৪

আরেকদফা কমল স্বর্ণের দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২২ ১০ মার্চ ২০২১  

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২০৪১ টাকা কমেছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তারা জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দর কার্যকর হবে বুধবার। স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে সর্বশেষ গত ৩ মার্চ ভরিপ্রতি স্বর্ণের দাম কমে ১ হাজার ৫১৬ টাকা। বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ২১ ক্যারেট বিক্রি হবে ৬৫ হাজার ৯৫৯ টাকা, যা ছিল ৬৮ হাজার ১ টাকা।

 

এতে বলা হয়, ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ২১১ টাকা, যা ছিল ৫৯ হাজার ২৫৩ টাকা। আর সনাতনী স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা, যা ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা ভরি। স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।