ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪৫৭

আলুর দাম পুনর্নির্ধারণ: খুচরা বাজারে প্রতিকেজি ৩৫ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১২ ২১ অক্টোবর ২০২০  

প্রতিকেজি আলুর দাম হিমাগার পর্যায়ে ২৭ টাকা, পাইকারিতে ৩০ টাকা এবং খুচরায় ৩৫ টাকা পুনর্নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের কার্যালয়ে মতবিনিময় সভায় এই দাম নির্ধারণে সুপারিশ করা হয়।এদিকে বুধবার থেকে রাজধানীতে ২৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

 

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ওই সভায় বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং কারওয়ান বাজার ও শ্যামবাজারের পাইকার ও আড়তদাররা অংশ নেন।

 

সভায় পুনর্নির্ধারিত মূল্যেই হিমাগার, পাইকারি ও খুচরা পর্যায়ে যেন আলু বিক্রি হয় তা মনিটরিং ও নজরদারিতে সব জেলা প্রশাসককে অনুরোধ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এর আগে ৭ অক্টোবর হিমাগার পর্যায়ে প্রতিকেজি আলু ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

 
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ  বলেন, হিমাগারে রাখা সিংহভাগ আলুই কৃষকের। কয়েক বছর ধরেই আলুচাষী ও ব্যবসায়ীরা পণ্যটির দাম পাননি। এবার বাড়তি চাহিদার কারণে দামে ঊর্ধ্বমুখিতা দেখা দিচ্ছে। তাই ভোক্তা ও কৃষকের স্বার্থ বিবেচনা করেই আগের নির্ধারিত দাম থেকে সরে আসা হয়েছে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর