ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৫২৯

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে যেসব পণ্যের দাম বাড়তে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৬ ২৬ ফেব্রুয়ারি ২০২২  

ইউক্রেনে সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ক্রমশ উত্যক্ত হয়ে উঠছে সেখানকার পরিস্থিতি। আপাত দৃষ্টিতে বাংলাদেশের সঙ্গে এর কোনো সম্পর্ক না থাকলেও রাশিয়া-ইউক্রেনের এই সংকটের আঁচ লাগতে চলেছে এই অঞ্চলের উপরও। কেননা রাশিয়া-ইউক্রেনের দ্বৈরথের জেরে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রায় অবধারিত।

 

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের জেরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্যারলপ্রতি বেড়ে ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে তেলের দাম। গত সাত বছরেরও বেশি সময়ে এবারই প্রথম তেলের দাম ১০০ ডলার ছাড়াল।

 

অপরিশোধিত তেল

রাশিয়া বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদক রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যে গোটা বিশ্বের আর্থিক বৃদ্ধির উপরেও প্রভাব ফেলবে। সমীক্ষক সংস্থা জে পি মরগ্যানের বিশ্লেষণে দাবি করা হয়, অপরিশোধিত তেলের মূল্য ব্যারেলপ্রতি দেড়শ ডলারে পৌঁছালে বিশ্বের জিডিপি বৃদ্ধির হার ০.৯ শতাংশে নেমে আসতে পারে।

 

দাম বাড়তে পারে গ্যাস, এলপিজি, কেরোসিনের

বিশেষজ্ঞদের আশঙ্কা- রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ শুরু হলে সিএনজি, পিএনজির মতো বাড়িতে ব্যবহৃত জ্বালানির দামও বাড়তে পারে। শুধু তাই নয়, অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি পেলে এলপিজি এবং কেরোসিনে ভর্তুকির পরিমাণও বাড়ানোর প্রয়োজন দেখা দিবে।

 

পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়ার শঙ্কা

অতীতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেই দক্ষিণ এশিয়াতে পেট্রোল, ডিজেলের দাম চড়চড়িয়ে বেড়েছে। এসবের রেশ শুরু থেকেই দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ এই দেশের ওপরও পড়েছে।

 

বাংলাদেশে মোট জ্বালানি তেলের বর্তমানে যে চাহিদা রয়েছে, তার অধিকাংশই আমদানি করতে হয়। ফলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে দেশের রাজকোষে ঘাটতিও বৃদ্ধি পাবে। এমনকি বাড়তে পারে অন্যান্য পণ্যের বাজারও।

 

খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির শঙ্কা

বিশেষজ্ঞদের আশঙ্কা, কৃষ্ণ সাগর অঞ্চল থেকে গমের সরবরাহ ব্যাহত হলে খাদ্যদ্রব্যেরও মূল্যবৃদ্ধি ঘটতে পারে। রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ। আর এই তালিকায় ইউক্রেন রয়েছে চার নম্বরে। গোটা বিশ্বে যে দেশগুলো গম রফতানি করে, তার চারভাগের প্রায় একভাগই করে রাশিয়া এবং ইউক্রেন।

 

জাতিসংঘেরর এক প্রতিবেদনের দাবি, মহামারি করোনা ভাইরাসের ভয়াল সংক্রমণের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় এমনিতেই গত এক দশকে খাদ্যদ্রব্যের মূল্যে সর্বোচ্চ বৃদ্ধি ঘটেছে।

 

দাম বাড়বে ধাতুরও

এসবের পাশাপাশি খুব দ্রুত বাড়তে পারে প্যালাডিয়াম বলে গাড়ি নির্মাণ এবং মোবাইল ফোনে ব্যবহৃত একটি ধাতুর দামও। গেল কয়েক সপ্তাহে প্যালাডিয়ামের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কেননা রাশিয়া প্যালাডিয়ামের বৃহত্তম রফতানিকারক দেশ। রাশিয়ার উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপার আশঙ্কাতেই বৃদ্ধি পেয়েছে প্যালাডিয়ামের দাম।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর