ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২০৯

ইউরিয়া সারের দাম কেজিতে বাড়ল ৬ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫২ ১ আগস্ট ২০২২  

দেশে ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে নতুন দাম নির্ধারণ করেছে সরকার।  ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিকেজি ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতিকেজি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

সোমবার থেকেই এ দাম কার্যকর হবে। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতিকেজি ইউরিয়ার সারের বর্তমান দাম ৮১ টাকা। অর্থাৎ দেশের বাজারে ৬ টাকা দাম বৃদ্ধির পরও সরকারকে প্রতিকেজিতে ৫৯ টাকা ভর্তুকি দিতে হবে।  ২০০৫-০৬ অর্থবছরে প্রতিকেজি ইউরিয়া সারের ভর্তুকি ছিল মাত্র ১৫ টাকা। 

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর