ঢাকা, ০৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
৩৭৫

ঈদ উপলক্ষে ৯ এপ্রিল থেকে পাওয়া যাবে নতুন নোট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩৪ ১ এপ্রিল ২০২৩  

ঈদুল ফিতর উপলক্ষে ৯ এপ্রিল থেকে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া)। নতুন নোট বিনিময়ে এবারো বিশেষ কাউন্টার খোলা হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব শাখা অফিস এবং বাণিজ্যিক ব্যাংকে ঢাকার ৪০টি শাখা থেকে নোট বিনিময় করতে পারবেন আগ্রহীরা।  কেন্দ্রীয় ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা যাবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। 


যেসব ব্যাংকের শাখায়  নতুন নোট পাওয়া যাবে সেগুলো হলো, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবুবাজার শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা, প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা।