ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৩০

জানুন টিকিট বিক্রির শিডিউল

ঈদে রেল টিকিট অনলাইনে: ৯ জোড়া বিশেষ ট্রেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৭ ২২ মার্চ ২০২৩  

আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদের আগাম টিকিট বিক্রি। ফিরতি টিকিট দেয়া হবে ১৫ এপ্রিল থেকে।  জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।

 

বুধবার রেলভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।

 

রেলমন্ত্রী বলেন, ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদের আগাম টিকিট বিক্রি। এদিন দেয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল ১৮, ৯ এপ্রিল ১৯, ১০ এপ্রিল ২০ ও ১১ এপ্রিল দেয়া হবে ২১ এপ্রিলের টিকিট।

 

তিনি আরও বলেন, ফিরতি টিকিট দেয়া হবে ১৫ এপ্রিল থেকে। এদিন দেয়া হবে ২৫ এপ্রিলের টিকিট। ১৬ এপ্রিল ২৬, ১৭ এপ্রিল ২৭, ১৮ এপ্রিল ২৮, ১৯ এপ্রিল ২৯ ও ২০ এপ্রিল দেয়া হবে ৩০ এপ্রিলের টিকিট। এবার শতভাগই অনলাইনে বিক্রি হবে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর