ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৩১৪৪

উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২১ ২৯ জানুয়ারি ২০২১  

সুস্থতার সঙ্গে ওজনের সম্পর্ক রয়েছে। তা বেড়ে যাওয়া দেহের জন্য ক্ষতিকর। আবার কমে যাওয়াও ক্ষতিকর। তাই উচ্চতা অনুযায়ী শরীরের ওজন কত হওয়া দরকার, তা সবারই জানা উচিত। 


আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয়। আর উচ্চতা মাপা হয় মিটারে। ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয়। একে বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) বলে। 


বিএমআই ১৮ থেকে ২৪-এর মধ্যে হলে তা স্বাভাবিক বলে ধরা হয়। এবার বিএমআইয়ের তালিকা মতে আপনার উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত জেনে নিন-