ঢাকা, ০১ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food

এক চিংড়ির ওজন আধা কেজি, দাম কত?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১৫ ৩১ আগস্ট ২০২৫  

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা দেশীয় মাছের জন্য পরিচিত। এখনকার মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে জেলাসহ সারাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও প্রতিদিন জেলেরা মাছ ধরেন।

 

রোববার (৩১ আগস্ট) সকালে নাসিরনগর সদরের মৎস্য আড়তে এক জেলে নিয়ে আসেন কয়েকটি দেশীয় চিংড়ি। এর মধ্যে একটি চিংড়ির ওজন ছিল আধা কেজি। মাছটি তিনি ১ হাজার ৫১০ টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী বিকাশ দাসের কাছে ৭৫৫ টাকায় বিক্রি করেন। পরে বিকাশ দাস সেটি ৮০০ টাকায় বিক্রি করেন।

 

স্থানীয় সাংবাদিক মিহির দেব বলেন, বাজারে প্রায়ই বড় আকারের দেশীয় মাছ ওঠে। এরই ধারাবাহিকতায় আধা কেজি ওজনের চিংড়িটি আসার সঙ্গে সঙ্গেই এক ক্রেতা কিনে নেন।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর