ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৩৬৯

এমপি দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৩ ২৪ আগস্ট ২০২০  

ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এছাড়া, জেলায় নতুন করে আরো আক্রান্ত হয়েছে ১৫ জন। এ পর্যন্ত করোনায় জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান জানান, ২১ আগস্ট ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়। রোববার তার ফলাফল পজিটিভ আসে।
উল্লেখ্য গত সপ্তাহে দবিরুল ইসলামের এপিএস শামীমের করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে এমপি দবিরুল ইসলাম বাসায় আইসোলেসনে আছেন। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর