ঢাকা, ১০ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১১

এমবিবিএস ও বিডিএস ভর্তি: মানতে হবে যেসব নির্দেশনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৬ ৯ ডিসেম্বর ২০২৫  

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই বলে অভিভাবক ও পরীক্ষার্থীদের সতর্ক করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁসের গুজবে কান না দিয়ে নির্দেশনা মেনে পরীক্ষায় অংশ নিতে হবে।

মঙ্গলবার উপপ্রধান তথ্য কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় হবে। পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর প্রবেশ বন্ধ থাকবে।

পরীক্ষার হলে স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো বলপেন ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া যাবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।

 

পরীক্ষাটি ১০০ নম্বরের এমসিকিউ হবে— জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫ নম্বর।

প্রতি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। পাস নম্বর ৪০।

সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৬৪৫টি, এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০টি ও বিডিএস ৫৪৫টি।

বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৭ হাজার ৪০৬টি, এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি ও বিডিএস ১ হাজার ৪০৫টি।

এ বছর এমবিবিএস ও বিডিএস মিলিয়ে ১৩ হাজার ৫১ আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে রয়েছেন।