ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
১৩০

এলপি গ্যাসের দাম বাড়ল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১১ ২ নভেম্বর ২০২২  

এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ফের বাড়ল। ৫১ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫১ টাকা। আর প্রতি কেজি বেড়েছে ৪ টাকা ২৫ পয়সা। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হবে।

 

বুধবার (২ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

 

বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল মূল্যবৃদ্ধির ঘোষণা দেন। বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগের মাসে যা ছিল ১২৩৫ টাকা।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর