ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৯৬

এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৬ ৯ ফেব্রুয়ারি ২০২০  

মায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুললো এসএসসি পরীক্ষার্থী।  তার নাম ফারজানা আক্তার ঝর্ণা (১৬)। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুবর্ণচরে।

উপজেলার নম্বর চর জব্বর ইউনিয়নের চররসিদ গ্রামের প্রবাসী মোহাম্মদ আজাদের মেয়ে ঝর্ণা। সে চর রসিদ আইডিয়াল মডেল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

সুবর্ণচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার দুপুরে নিজের শোয়ার ঘরে আত্মহত্যা করে ঝর্ণা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করি। বিকালে ময়নাতদন্তের জন্য তা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।