ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
২০৫

করোনা:আক্রান্তের সংখ্যায় ইতালিকে টপকে গেল বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৪ ৬ আগস্ট ২০২০  

দেশে  করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ৩ হাজার মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ফলে  আক্রান্তে বৈশ্বিক তালিকায়   ইতালিকে টপকে বাংলাদেশের অবস্থান এখন ১৫ তম।

কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার  জানানো হয়,  মোট ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৭৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
 বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৬ জনে।

সরকারি হিসেবে দেশে মোট করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। 

সাড়ে আটশো আক্রান্ত কম নিয়ে ষোলোতম স্থানে নেমে গেছে ইতালি। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩। ইতালিতে এক সময় করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

আক্রান্তের তালিকায় বর্তমানে বাংলাদেশের ওপরে আছে পাকিস্তান, ২ লাখ ৮১ হাজার।


 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর