ঢাকা, ৩১ অক্টোবর শুক্রবার, ২০২৫ || ১৬ কার্তিক ১৪৩২
good-food
৪০২

করোনায় আরও ৩০ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৯ ২২ মার্চ ২০২১  

ক্রমান্বয়ে মহামারি করোনাভাইরাস ভয়ঙ্কর আকার ধারন করছে। দিনদিন মহামরারীতে মৃতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যা।গত এক সপ্তাহে রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে।  

 

দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।  এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা  ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে দাঁড়ালো। করোনাভাইরাস নিয়ে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে  উল্লেখ করা হয়, সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ১৫৯ জন।

 

এর আগে রবিবার দেশে আরও ২ হাজার ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া সেদিন আক্রান্তদের মধ্যে মারা যান ২২ জন। এ হিসাবে এক দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় ৬শ বেড়েছে। 

 

বিশেজ্ঞরা বলছেন, বর্তমান যে করোনায় লোকজন আক্রান্ত হচ্ছেন এটি মূলত: বৃটেনের। যে কারনে টিকা নেয়ার পরও করোনা হচ্ছে। এমনকি করোনার যেসব ঔষধ সেবন করলে রোগীদের উপশম হত তাও এখন কাজ করছে না। এ অবস্থায় স্বাস্থ্য বিধি আরো কঠোর ভাবে পালনের উপদেশ দিয়েছেন চিকিৎসকরা। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর