ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৩০৫

করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩৬

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৮ ২৭ আগস্ট ২০২০  

দেশে  মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও মৃুত্যুহার কিছুতেই কমছে না। দেশে গত ২৪ ঘন্টায়  করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১২৭ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে  নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৪৩৬ জন।  মোট শনাক্ত ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৭৫ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। 
একই সময়ে  ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৩৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর