ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৪২৭

করোনা আক্রান্ত হয়েও গণভবনে, ডাকের ডিজিকে বরখাস্তের নোটিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০১ ২২ আগস্ট ২০২০  

করোনা পজিটিভ হয়েও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় চাকরি থেকে বরখাস্ত করতে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর (এসএস) ভদ্রকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 
এছাড়া এ বিষয়ে কমিটি গঠন করে তদন্তের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতিও তা পাঠানো হয়।
শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এ নোটিশ পাঠান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এবং আইইডিসিআরের পরিচালককে ই-মেইলে এটি পাঠানো হয়।
নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সময় বেঁধে দেয়া হয়েছে। এসময়ের মধ্যে কোনো উদ্যোগ না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
গেল ১৪ আগস্ট বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডাটা কার্ড উন্মোচনের উদ্বোধনী কাজে গণভবনে যান সুধাংশু শেখর ভদ্র। সেখানে তিনি প্রধানমন্ত্রীর অনেক কাছাকাছি অবস্থান করেন।
ওই সময় করোনা আক্রান্ত ছিলেন সুধাংশু। তবে সেই তথ্য গোপন করেন তিনি।
সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৬ ধারা অনুযায়ী, তার কর্মকাণ্ড একটি শাস্তিযোগ্য অপরাধ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর