ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৪৪৩

করোনা পরীক্ষার ফি কমল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৭ ১৯ আগস্ট ২০২০  

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে ফি লাগবে ১০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হবে ৩০০ টাকা। দুই এক দিনের মধ্যেই এই ফি কার্যকর করা। 

বুধবার  সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরীক্ষা নিয়ে মানুষের আগ্রহ কমে যাওয়ায় ফি কমানো হয়েছে। 
মন্ত্রী জানান, এন্টিজেন বা এন্টিবডি টেস্ট নিয়ে আলোচনা চলছে। ভ্যাকসিন নিয়ে যারা কাজ করছে তাদের সবার সাথেই যোগাযোগ করছে সরকার।

জানা গেছে, দু একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ শুরু হলে সরকারিভাবে বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছিল। কিন্তু গত ২৯ জুন থেকে করোনা পরীক্ষা করার জন্য ফি নির্ধারণ করে দেয় সরকার। তখন হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করালে ফি দিতে হতো ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৫০০ টাকা।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর