ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
১০৫৭

করোনা ভাইরাসের টিকা তৈরি হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ৮ ফেব্রুয়ারি ২০২০  

কোনো সমস্যা ছাড়াই করোনা ভাইরাস প্রতিরোধক টিকা তৈরিতে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক স্বাস্থ্য কর্মকর্তা। শুক্রবার মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থনি ফৌসি এ তথ্য দেন। তিনি জানান, টিকাটি তৈরি করার জন্য বায়োটেক প্রতিষ্ঠান মডার্নার সঙ্গে আলোচনা চলছে। 
অ্যান্থনি ফৌসি বলেন, চীনা গবেষকদের প্রকাশিত করোনা ভাইরাসের জিন প্রোটিনের সংস্পর্শে নিতে আরএনএতে সফলভাবে প্রবেশ করানো ছিল এ টিকা তৈরির প্রথম পদক্ষেপ। এ কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অ্যান্থনির দেয়া তথ্য অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ হলো এসব প্রোটিন রোগ প্রতিরোধে প্ররোচিত করে তোলার জন্য ইঁদুরের শরীরে প্রবেশ করানো হবে। যদি তা সফল হয়, তা হলে আড়াই মাসের মধ্যে অল্প সংখ্যক মানুষের মধ্যে প্রাথমিকভাবে এ টিকার পরীক্ষা চালানো সম্ভব হবে।