ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১
good-food
৩৮৫

করোনা মহামারী : এই মুহূর্তের করণীয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১০ ৮ এপ্রিল ২০২০  

ডা. মাহবুবর রহমান : 

১.  বিশেষজ্ঞদের নিয়ে অবিলম্বে যুদ্ধকালীন টাস্কফোর্স গঠন করুন। হোয়াইট হাউসের আদলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাউন্ড দ্য ক্লক এটি সচল থাকবে। প্রতিদিন সন্ধ্যায় টাস্কফোর্স সকল কর্মকাণ্ড মিডিয়ার সামনে ব্যাখ্যা করবেন।

২.  হাসপাতাল , জরুরি পরিষেবা, ফার্মেসী বাদ দিয়ে সবকিছু লকডাউন করতে হবে। মক্কা-মদিনার ন্যায় সব উপাসনাগৃহ পুরোপুরি বন্ধ রাখতে হবে।

৩.  জরুরী পণ্য পরিবহন ব্যতীত সকল উড়োজাহাজ বন্ধ রাখতে হবে।

৪.  অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে যোগ্য দক্ষ অভিজ্ঞ লোক নিয়োগ দিতে হবে।

৫.  অবিলম্বে কমপক্ষে ১০,০০০ ভেন্টিলেটর আমদানীর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারাদেশে কমপক্ষে ১০,০০০ আইসিইউ বেড তৈরীর জরুরি উদ্যোগ নিতে হবে।

৬.  বেসরকারী হাসপাতালসহ সব টারসিয়ারী হাসপাতালে কোভিড কিট সরবরাহ করতে হবে।

৭.  সব হাসপাতালকে কোভিড এবং নন-কোভিড এই দুই ভাগে ভাগ করতে হবে। জরুরি বিভাগে নির্দিষ্ট ট্রায়াজ সৃষ্টি করে সন্দেহজনক রোগীকে সেখানে রেখে দ্রুত গতির পরীক্ষার মাধ্যমে ( গণস্বাস্থ্য/ এ্যাবোট ) রোগ নির্ণয় করে যথাস্থানে রোগীকে পাঠাতে হবে।

৮.  জরুরি বিভাগ / ট্রায়াজ / আইসিইউ প্রভৃতি জায়গায় পূর্ণ পিপিই (full set PPE) সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যান্য এরিয়ায় আংশিক পিপিই যথেষ্ট ।

৯.  স্বাস্থ্যকর্মীদের ৫০ লাখ থেকে ১ কোটি টাকার বীমা নিশ্চিত করতে হবে।

১০.  সকল বেসরকারী হাসপাতালের বেডসমূহ একত্রিত করে সমণ্বিত উদ্যোগে কোভিড ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। ভারতে এটা শুরু হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে যদি মনে হয় তখন অস্থায়ী হাসপাতাল তৈরীর প্রস্তুতি নিতে হবে।

১১.  চিকিৎসাকর্মীরা এই দেশের সন্তান। তাদেরকে যথাযথ সম্মান দিয়ে এই যুদ্ধে জিততে হবে ।