ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৪১৯

করোনা রোগীদের বাসায় ব্যারিস্টার তাপসের ফলের ঝুড়ি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৩ ১৮ জুলাই ২০২০  

ওয়ারীর লকডাউন এলাকায় করোনা রোগীরদের বাসায় বাসায় ফলের ঝুঁড়ি উপহার হিসেবে পাঠাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের আরোগ্য কামনায় তার এ উপহার পৌঁছে দেয়া হচ্ছে।

৪১ নং ওর্য়াডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর তত্ত্বাবধানে এবং আইইডিসিআর’র স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বেচ্ছাসেবীরা করোনা আক্রান্তদের বাসায় বাসায় এ ফলের ঝুড়ি পৌঁছে দিচ্ছেন। আনারস, মালটা, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু ও আম–এ ৮ ধরনের ফল দিয়ে প্রতিটি ঝুড়ি সাজানো হয়েছে।

গত ৪ জুলাই ভোর থেকে ওয়ারীর সুনির্দিষ্ট কিছু এলাকায় ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। তা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত ৭৭ জন রোগী রয়েছেন। 

এর মধ্যে শনিবার ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহার সামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়। বাকি রোগীদের বাসায় রোববার এ উপহার সামগ্রী পাঠানো হবে। 

লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যারা নতুন করে আক্রান্ত হবেন, তাদের বাসায়ও ডিএসসিসি মেয়রের উপহার হিসেবে ফলের ঝুড়ি পাঠানো অব্যাহত থাকবে।

এছাড়া লকডাউন এলাকার বাসিন্দাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হবে। পাশাপাশি প্রতিদিন ৬০০ মানুষের কাছে তিনবেলা খাবার পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিদিন ৩০০ পরিবারের জন্য বিনামূল্যে সবজি সরবরাহ করা হচ্ছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর