ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৮৮

করোনা: শনাক্ত এক হাজারেরও কম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪১ ২ আগস্ট ২০২০  

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩,৬৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৮৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৪০,৭৪৬ জন। অব ‌শ্য ঈদের দিন হওয়ায় শনিবার কম নমুনা সংগ্রহ হয় বলে জানা গেছে। 

 শনিবার ঈদের দিন পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৮,৮০২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,১৯৯ জন। ঈদের আগেরদিন শুক্রবার ৮,৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৭৭২ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

 বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১,৩৬,৮৩৯ জন। এ ছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ৩,১৫৪ জন। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর