ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৪৬০

করোনা সন্দেহে কলকাতার হাসপাতালে ভর্তি বাংলাদেশি নারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৫ ৬ মার্চ ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কলকাতা সরকারি বেলেঘাটা ইনফেকশাস ডিজিজ (আইডি) হাসপাতালে বাংলাদেশি নারীকে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট, উচ্চ তাপমাত্রাসহ একাধিক উপসর্গের ওই নাগরিককে গতকাল বৃহস্পতিবার সেখানে ভর্তি করা হয়।
বাংলাদেশি ওই নারীর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ার কারণে দ্রুত তাকে আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট দেয়া শুরু হয়েছে। তার লালারসসহ অন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা কলকাতা ন্যাশনাল ইন্সিটিউট অব কলেরা এন্ড এন্ট্রিক ডিজিজ (নাইসেড)-এ পাঠানো হয়েছে। 
দিন বিকালে চট্টগ্রাম থেকে ওই নারী রিজেন্ট এয়ারওয়েজের বিমানে কলকাতায় পৌঁছান। বিমানবন্দরেই তার শারীরিক পরীক্ষা করা হয়। তাতে ‘কোভিড-১৯’-এর বেশ কিছু উপসর্গ যেমন- জ্বর ও কাশি পাওয়া যায়। 
ওই নারীর স্বামী সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন। করোনা ভাইরাস আতঙ্কে এ মুহূর্তে বেলেঘাটা হাসপাতালে ভর্তি রয়েছেন সাতজন।