ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪১৩

করোনা হলে ওষুধ কী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৩ ২০ এপ্রিল ২০২১  

করোনা হলে ওষুধ কী? তেমন কিছু নেই। তবে জ্বর বা অন্যান্য উপসর্গ যা এ ভাইরাসের সঙ্গে যুক্ত সেগুলোর ওষুধ আছে এবং তাই দিচ্ছেন ডাক্তাররা। এবারের করোনা প্রবাহ ভয়ঙ্কর হয়েছে। দ্বিতীয় ঢেউ দেশকে কার্যত বেসামাল করে দিয়েছে। 

 

এখন প্রশ্ন হচ্ছে করোনা থেকে বাঁচতে হার্ড ইমিউনিটি তৈরি করতে হবে, তাহলে সারাদিন কি খাবেন? বিশেষজ্ঞরা এবারও বলছেন, গরম পারি খান। পাশাপাশি প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন জাতীয় খাবার। 


অবশ্য লিটার লিটার গরম পানি না খেয়ে লেবু দিয়ে লিকার চা খেতে পারেন। সেটা সারাদিনে ৫-৭বার খাওয়া চলে। আবার উষ্ণ গরম পানিতে লেবুর রস দিয়ে খেতে পারেন। লেবুর মধ্যে প্রচুর ভিটামিন 'সি' আছে যা রোগ প্রতিরোধের ক্ষেত্রে উপকারী। এই সময় সারাদিন প্রধান খাদ্যের সঙ্গে লেবু খাওয়া খুব জরুরি।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর