ঢাকা, ০৭ জুলাই সোমবার, ২০২৫ || ২২ আষাঢ় ১৪৩২
good-food
৫১১

করোনার কঠিন সময় পার করছে ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:২১ ২০ নভেম্বর ২০২০  

ইউরোপে চলছে করোনাভাইরাসের তান্ডব। করোনা সংক্রমণের হার বেড়ে চলায় ছয় মাসকে কঠিন সময় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডাব্লিউএইচও ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুগ বলছেন গেল সপ্তাহে ২৯ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। গত দুই সপ্তাহে ইউরোপে করোনায় মৃতের সংখ্যা ১৮ শতাংশ বেড়েছে।

করোনার বিস্তার ঠেকাতে বেশিরভাগ ইউরোপীয়ান দেশ আবারো বিধিনিষেধ জারি করেছে। ডাব্লিউএইচওর দেওয়া তথ্য অনুযায়ী ইউরোপে এখনও পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ১৭৯ জন মানুষ সংক্রমিত হয়েছে এবং মারা গেছে ৩ লাখ ৫৪ হাজার ১৫৪ জন।

যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি এবং জার্মানিতে বেশি মানুষ মারা যাচ্ছে। সবচেয়ে বেশি ব্রিটেনে, মৃত্যুর সংখ্যা ৫৩ হাজার ৮০৭ জন। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর