ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৩৫

করোনার টিকা তৈরির অনুমতি পেল গ্লোব বায়োটেক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৮ ৬ জানুয়ারি ২০২১  

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদন করার অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক।  গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ এ তথ্য জানিয়ে বলেন, এ টিকার নাম দেয়া হয়েছে ‘বঙ্গভ্যাক্স’।

 

যেকোনো ওষুধ উৎপাদনের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি প্রয়োজন হয়। গ্লোব বায়োটেককে এ টিকা উৎপাদনে অনুমতি দিয়েছে অধিদপ্তর। করোনার টিকা প্রাপ্তি নিয়ে তুমুল আলোচনার মধ্যে বুধবার গ্লোব এ অনুমোদন পেল।

 

টিকা উৎপাদনের পর গ্লোব বায়োটেক টিকার ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবে বলে জানান আসিফ মাহমুদ।
 

গত বছরের ২ জুলাই নতুন করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের দাবি করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান এ টিকা উদ্ভাবনের দাবি করে। এরপর গত ৮ মার্চ টিকা তৈরির কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর