ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১৫৯

করোনার নতুন স্ট্রেইন ছড়াচ্ছে দ্রুত, রয়েছে একাধিক আনকোরা উপসর্গ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ১২ এপ্রিল ২০২১  

করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত গোটা দেশ। এক বছর ধরে প্রাণঘাতি ভাইরাসের আবহে মানুষের জীবনযাপন চলছে। সংক্রমণ নিয়ে নানা বিধিনিষেধ থাকলেও আটকানো যায়নি কোভিড-১৯। ঝড়ের গতিতে মানুষ আক্রান্ত হচ্ছেন নতুন স্ট্রেইনে্ও।


সাধারণ উপসর্গ হিসেবে জ্বর, কাশি, স্বাদ ও গন্ধ হারিয়ে ফেলাকে দেখা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে ভাইরাসের চরিত্রের পরিবর্তন হয়েছে। ফলে নতুন উপসর্গও দেখা যাচ্ছে। এই নতুন স্ট্রেইন আগের তুলনায় দ্রুত সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলেও অনায়াসেই জাঁকিয়ে বসছে এই ভাইরাস।


কী সেই নতুন উপসর্গ? 
এতদিন বহু ক্ষেত্রেই আক্রান্তদের জ্বর হচ্ছিল না। হলেও অনেকেরই খুব বেশি হচ্ছিল না। কিন্তু এই নতুন স্ট্রেইনে আক্রান্ত হলে জ্বর হচ্ছে এবং শরীরের তাপমাত্রা উপরের দিকেই থাকছে। এছাড়া কানে কম শোনা, শরীরের পেশীতে ব্যথা, ত্বকে ইনফেকশন, চোখে ঝাপসা দেখা, পেট খারাপ এবং চোখে কনজাংটিভাইটিসের মতো উপসর্গ দেখা দিচ্ছে।


উজালা গ্রুপ অব হাসপাতালের চিকিৎসক শুচিন বাজাজ বলেন, বর্তমানে আমরা কোভিডের নতুন স্ট্রেইন দেখতে পাচ্ছি। জ্বর, শরীরের পেশীতে ব্যথা, পেটে সমস্যা, শুকনো কাশি, ত্বকে সমস্যা, গলা ব্যথা, হাত ও পায়ের আঙুলে রঙে পরিবর্তনের মতো কিছু নতুন উপসর্গ দেখা দিচ্ছে। এছাড়া এই স্ট্রেইন দ্রুত সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। দ্বিতীয় ঢেউ দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর