ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২০১

করোনার প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিল রাশিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৩ ১১ আগস্ট ২০২০  

করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে প্রতিযোগিতায় জিতে গেল রাশিয়া। সবার আগে প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম দেশটি।

কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে যখন মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলছে তখন মঙ্গলবার চমকপ্রদ ঘোষণাটি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, তাদের আবিষ্কৃত ভ্যাকসিনটির করোনার বিরুদ্ধে ‘টেকসই প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন’।

রুশ সরকারের সকল মন্ত্রীকে উপস্থিত টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, “আজকের সকালে বিশ্বে প্রথম নতুন করোনাভাইরাস বিরোধী একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া।”

রুশ প্রেসিডেন্ট জানান, প্রয়োজনীয় পরীক্ষা শেষেই ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে। পুতিন জানান, নিজের দুই কন্যার একজন ভ্যাকসিনটি এরই মধ্যে গ্রহণ করেছেন এবং সে ভালো আছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর