ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৬০

করোনার সঙ্গে লড়তে খান বাঁধাকপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৬ ৬ সেপ্টেম্বর ২০২০  

করোনার টিকা আবিষ্কারে উঠেপড়ে লেগেছেন বিশ্বের তাবৎ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। দিচ্ছেন নতুন নতুন সম্ভাবনাময় তথ্য। এবার ফ্রান্সের একদল গবেষক বলছেন, প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে লড়তে সক্ষম বাঁধাকপি।

তারা বলছেন, কোভিড-১৯ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে বাঁধাকপি। এ সবজি খেলে করোনা আক্রান্তদের দেহের জটিল সমস্যাগুলো হ্রাস পায়। তাদের দেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 

ইউরোপের গবেষকরা বলছেন, বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। করোনা সংক্রমণ রোধে এ উপাদান দারুণ কার্যকরী। বিশেষত জার্মানি, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশগুলোতে করোনা আক্রান্তদের চিকিৎসায় সবজিটি খুবই গুরুত্বপূর্ণ।

ফরাসি গবেষক ড. জিন বুউসকুয়েট বলেন, এ মারণঘাতী ভাইরাসে সংক্রমিতদের জন্য খাদ্যাভ্যাস অপরিহার্য ফ্যাক্ট। আমি নিজেও আমার খাদ্যতালিকায় পরিবর্তন এনেছি। প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন বাঁধাকপি খাই। করোনা রোগীদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বড় ফ্যাক্টর হচ্ছে এটি খাওয়া।