ঢাকা, ০৩ নভেম্বর সোমবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৪৫১

করোনায় পরমাণু শক্তি কমিশনের প্রধান জিওলজিস্টের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:৩৩ ১৪ সেপ্টেম্বর ২০২০  

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান জিওলজিস্ট ড. মো. ইব্রাহীম খলিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ২টায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত ড. মো. ইব্রাহীম খলিল ১৯৭২ সালের ১ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

২০০১ সালের ২২ মার্চ কমিশনে জিওলজিস্ট হিসাবে যোগদান করেন। তিনি সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রমের পাশাপাশি কমিশনের প্রধান কার্যালয়ের বিজনেজ ডেভলপমেন্ট ইউনিটে গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

তিনি বিজ্ঞানীদের সংগঠন “বায়েসা”-এর গত কমিটির একজন পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার অকাল মৃত্যুতে বায়েসার সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিশনের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর