ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৩৪৩

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৬ ২৩ আগস্ট ২০২০  

চীনের উহানে প্রথমবার নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পার হয়েছে প্রায় আট মাস। কিন্তু এখনও থামেনি প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ।  করোনা মহামারিতে বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। আক্রান্ত  সোয়া দুই কোটির বেশি মানুষ।

করোনাভাইরাস সংক্রমণের হালনাগাদ তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৮০৬ জন। মারা গেছেন ৮ লাখ ৫ হাজার ৩০৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৮ লাখেরও বেশি।

বিশ্বজুড়ে বর্তমানে করোনার সক্রিয় রোগী রয়েছেন ৬৬ লাখ ২৯ হাজার ৭৯২ জন। এদের মধ্যে ৯৯ শতাংশ, অর্থাৎ ৬৫ লাখ ৬৮ হাজার ২৭ জনই সামান্য উপসর্গযুক্ত। বাকি ১ শতাংশের (৬১ হাজার ৭৬৫ জন) শারীরিক অবস্থা গুরুতর।

ইতোমধ্যেই বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৮ লাখ, মারা গেছেন অন্তত ১ লাখ ৭৯ হাজার জন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর