ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৮৫০

করোনায় মারা গেলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৪ ১১ জুলাই ২০২০  

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মহা পরিচালক মো. আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন  অবস্থায় মারা গেছেন (ইন্নালল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার  সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। আরডিএর কৃষি বিজ্ঞান বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করছেনে।

 

গত ২৩ জুন তার কোভিড পজেটিভ সনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন রাজশাহী মেডিকেলের আইসিইউ-এ নেয়া হয়। এর আগে গত ২২ জুন বগুড়ার বেসরকারী উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মেডিকেলে নমুনা দিলে তার রির্পোট  কোভডি-১৯ পজিটিভ আসে।

 

অষ্টম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো: আমিনুল ইসলাম দীর্ঘ চাকুরি জীবনে তিনি সহকারি কমিশনার, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, স্থানীয় সরকারের পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে এবং উপ-সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে তিন বছরেরও অধিক সময় দায়িত্ব পালন করেন।

 

২০১৯ সালের ০৬ ফেব্রুয়ারি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এর মহাপরিচালক হিসেবে মোঃ আমিনুল ইসলাম যোগদান করেন। তার স্ত্রী ও দুই ছেলে রাজশাহী থাকেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর