ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১
good-food
৪৮২

করোনায় সুস্থতা ১ লাখ ছাড়িয়েছে, আক্রান্ত ১,৯০,০৫৭

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ১৪ জুলাই ২০২০  

দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ কথা জানান তিনি।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩ হাজার ২২৭ জন।

করোনা শনাক্তে এ সময়ে ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৫৩টি নমুনা। এতে মোট ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হলো।

এখন পযন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। আর মারা গেছেন ২ হাজার ৪২৪ জন। আর গত একদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গেল ৮ মার্চ। আর এতে ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর