ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
২৮২

করোনায় ৩৮ জনের মৃত্যু: শনাক্ত ২৫২০

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৫ ২৫ জুলাই ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫২০ জনের শরীরে।

দেশে মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর  শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৭৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। এর মধ্যে ১ হাজার ১১৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন।

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, যে ৩৮ জন মারা গেছেন তাদের পুরুষ ২৯ জন এবং নারী নয়জন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ছিলেন তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব আটজন, সত্তরোর্ধ্ব নয়জন, ৮০ বছরের বেশি বয়সী চারজন এবং শতবর্ষী ছিলেন একজন। এর মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের আটজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন ছিলেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর