ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৪৩

করোনায় ৪৭ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৬৬৬

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৯ ১২ জুলাই ২০২০  

:দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৩৫২ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে। একই সময়ে  সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।

করোনা ভাইরাস বিষয়ে আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে  অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এতথ্য জানান।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১,০৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ৫,৫৮০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৯৩,৬১৪ জন।
২৪ ঘণ্টায় যে ৪৭ জন মারা গেছেন, তাদের ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ২০ বছরের বেশি বয়সী দুইজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব ছয়জন এবং ৮০ বছরের বেশি বয়সী দুইজন ছিলেন। ২৩ জন ঢাকা বিভাগের, ছয়জন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, চারজন সিলেট বিভাগের, ছয়জন খুলনা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং দুইজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। ৪৩ জন মারা গেছেন হাসপাতালে এবং চারজনের মৃত্যু হয়েছে বাসায়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর