ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৮৫৬

কর্নেল, ও মাই কর্নেল

মেজর খোশরোজ সামাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০০ ২১ অক্টোবর ২০২০  

ছবিতে ঝকঝকে পোশাক পরা অফিসারের নাম কর্নেল তাসওয়ার রাজা। সাধক হাসন রাজার বংশের উজ্জ্বল প্রদীপ। পেশার বাহিরে তিনি গবেষক, লেখক। মানুষ হিসেবে অজাতশত্রু। সৃজনশীল, চৌকস, অপূর্ব পেশাদারিত্ব মাখা মেধাবী এই অফিসারের সততা প্রশ্নাতীত। 

 

প্রায় ৭ বছর আগে তাসওয়ার রাজা সেরিব্রাল হেমোরেজ মস্তিস্কে রক্তক্ষরণ জটিল ব্যধিতে আক্রান্ত হন। তার শরীরের অনেক অংশ অকার্যকর হয়ে যায়। সিএমএইচে টানা এই ৭ বছর একই কেবিনে চিকিৎসা চলে। যখন হাসপাতালে ভর্তি হন তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল পদবীতে কাজ করতেন। এসময়ে শয্যাশায়ী থাকলেও তার সিনিয়রিটিসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তাকে কর্নেল পদবীতে অভিষিক্ত করা হয়। 

 

কর্নেল, ও মাই কর্নেল, আই স্যালুট ইউ উইথ প্রোফাউন্ড রিগার্ডাস, আই হ্যাট অফ উইথ টিয়ার। 

 

এই মহান কর্মযজ্ঞ শুধু বাংলাদেশ সেনাবাহিনীতেই নয়, সারা পৃথিবীর সামরিক ইতিহাসে বিরল। আমি তার দ্রুত এবং পুরোপুরি আরোগ্য কামনা করি। আমার গর্ব, আমার অহংকার, আমি সেই সেনাবাহিনীর একজন সদস্য।

 

লেখক: মেজর ডা. খোশরোজ সামাদ

মুক্তমত বিভাগের পাঠকপ্রিয় খবর