ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
১৭৪

কাঁচামরিচের কেজি ৩০ টাকায় নামল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫০ ২৭ আগস্ট ২০২২  

দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে দেশি কাঁচামরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে উৎপাদন বাড়ায় লোকসানের আশংকায় ভারত থেকে কাঁচামরিচের আমদানি বন্ধ হয়ে গেছে।

 

শনিবার (২৭ আগস্ট) হিলি বাজার ঘুরে দেখা যায়, কয়েক দিন ধরে আবহাওয়া শুষ্ক থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন বেড়েছে। সরবরাহ বাড়ায় কমে গেছে বাজারে মরিচের দাম। ৮০ টাকার কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের।

 

হিলি বাজারের কাঁচামরিচ ব্যবসায়ী আজিজার রহমান জানান, ‘একদিন আগেও ৬০ থেকে ৭০ টাকা দরে মরিচ পাইকারি বিক্রি করেছি। আবহাওয়া ভালো থাকায় মরিচের উৎপাদন বেশি হচ্ছে। ফলে দামও কমে গেছে। আমরা ৩০ টাকা দরে কাঁচামরিচ পাইকারি বিক্রি করছি।

 

এদিকে লোকসানের আশংকায় বৃহস্পতিবার থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়ে গেছে। এবার দু সপ্তাহে ভারত থেকে প্রায় সাড়ে ৬ লাখ টন কাঁচামরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। 

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর