ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩২০

কাজুবাদাম-কফি চাষাবাদে সর্বাত্মক সহযোগিতা পাবেন কৃষকরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৯ ৫ অক্টোবর ২০২০  

কাজুবাদাম ও কফিসহ অপ্রচলিত ফসলের চাষাবাদে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রোববার অনলাইনে নীলফামারীর ‘জ্যাকপট কাজুবাদাম ইন্ডাস্ট্রির’ প্রসেসিং ইউনিট-২ এর উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

 

ড. আব্দুর রাজ্জাক বলেন, কফি ও কাজুবাদামসহ অপ্রচলিত ফসলের চাষাবাদে ও প্রক্রিয়াজাতকরণে কৃষক এবং উদ্যোক্তাসহ যারা এগিয়ে আসবেন; তাদের উন্নত জাতের চারা সরবরাহ, উৎপাদনে পরামর্শ, কারিগরি-প্রযুক্তিসহ সবক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে।

 

তিনি বলেন, কাজুবাদাম অত্যন্ত সম্ভাবনাময় অর্থকরী ফসল। দেশে এর চাষের ও উৎপাদনের সম্ভাবনা অনেক। বিশেষ করে পার্বত্য এলাকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ ফসল দু’টি বাণিজ্যিকভাবে চাষাবাদে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

 

মন্ত্রী বলেন, বিদেশে রপ্তানির জন্যও প্রচুর সুযোগ রয়েছে। আন্তর্জাতিক বাজারেও এসব ফসলের চাহিদা অনেক বেশি। এসময় বাণিজ্যিকভিত্তিতে কাজুবাদাম ও কফিসহ অপ্রচলিত ফসলের চাষাবাদে এগিয়ে আসার জন্য কৃষক এবং শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর