ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৪০৪

কীভাবে বুঝবেন আপনি ভালো মানুষ না?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৪ ১২ সেপ্টেম্বর ২০১৯  

কিছু নেতিবাচক আচরণের কারণে মানুষ আপনার সঙ্গ ত্যাগ করতে পারে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরাও আপনার থেকে দূরে থাকতে পারে। আপনার কিছু আচরণের কারণে আপন মানুষেরাও বিরক্ত হতে পারে। হয়তো তা আপনি টেরও পাচ্ছেন না। সেরকম কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে-
দায়িত্ব এড়িয়ে চলা 
সামর্থ্য থাকা সত্ত্বেও দায়িত্ব এড়িয়ে যাওয়া সাইকোলজিক্যাল ডিজঅর্ডারের লক্ষণ। আশপাশের মানুষ কোনোভাবেই আপনার এ বৈশিষ্ট্য ভালো চোখে দেখবে না। অনেকেই আছেন দায়িত্ব নিতে সাহস পান না, ভুল করার কিংবা ব্যর্থ হওয়ার ভয়ে থাকেন, হীনমন্যভায় ভোগেন। অন্যরা কী বলবে, এটা নিয়ে দুঃশ্চিন্তায় দায়িত্ব নিতে চান না। এতে কর্মস্থলে নিজের অবস্থান, মান-মর্যাদা ক্ষুন্ন হয়। 
সমালোচনা সহ্য করতে না পারা
আমরা কেউই সমালোচিত হতে চাই না। জগতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যে সমালোচনার তীরে বিদ্ধ হয়ে আঘাত বা ব্যথা পায় না। অনেকে আছেন, নিজের সম্পর্কে সামান্য অপ্রীতিকর সত্য কথাও শোনার সক্ষমতা রাখেন না। তারা যুক্তির ধার ধারেন না, সমস্যাটাকে কমিয়ে আনতে আগ্রহী থাকেন না। এসব টের পেলে বুঝবেন আপনার ব্যক্তিগত সমস্যা আছে।
নিজের সম্পর্কে এমন কিছু উপলব্ধি করতে পারলে দ্রুত নিজেকে সংশোধন করুন। ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন। 
অন্যের চেহারা, পোশাক নিয়ে হাসি-ঠাট্টা, মশকরা
আমাদের মধ্যে অনেকে আছেন, যারা ইচ্ছাকৃতভাবে অন্যকে অপমান করতে পছন্দ করেন। অন্যের ত্রুটি তাদের কাছে বিনোদনের উপকরণ। প্রকাশ্যে-অপ্রকাশ্যে এসব নিয়ে তারা রসালো আলাপ করেন। এসব মোটেও ঠিক না। এগুলো দুই পক্ষের জন্যই ক্ষতিকর। অন্যের এসব আচরণে রাগ সামলানো কঠিন। তবে ভালো উপায় হলো এসবে পাত্তা না দেয়া এবং গুরুত্বহীন ভাবা। এসব নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষকে এড়িয়ে চলা কিংবা তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়া শ্রেয়।