ঢাকা, ১০ নভেম্বর সোমবার, ২০২৫ || ২৬ কার্তিক ১৪৩২
good-food

ছেলের জন্য দোয়া চাইলেন মা সুচন্দা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৪ ১০ নভেম্বর ২০২৫  

ছেলে তপু রায়হানের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী সুচন্দা। ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৬) প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও সাহিত্যিক শহীদ জহির রায়হান এবং সুচন্দা দম্পতির ছেলে তপু।

রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনে লড়ার ঘোষণা দেন তিনি।

নিজের নির্বাচনী ইশতেহারকে ‘ঐকমত্যের ইশতেহার’ হিসেবে উল্লেখ করে তপু বলেন, “আমি কোনো প্রথাগত রাজনীতি করতে আসিনি, বরং সহযোগিতার রাজনীতি চালু করতে চাই।”

ছেলের জন্য দোয়া চেয়ে মা সুচন্দা বলেন, “জয়-পরাজয় থাকবেই। আমার ছেলে যেন মানুষের জন্য, দেশের জন্য কাজ করে, সেটাই আমি চাইব। পরিবারের সবাই খুব খুশি হয়েছি। হয়তো আজ ওর বাবা বেঁচে থাকলে উনিও খুব খুশি হতেন। আমার ছেলে বলে বলছি না, মানুষের প্রতি তপুর ভীষণ ভালোবাসা।”

সুচন্দা জানান, “আমাদের ছোট ছেলে তপু রায়হান বাবাকে দেখেনি। কিন্তু তার মধ্যে আমার স্বামী জহির রায়হানের প্রতিচ্ছবি দেখা যায়। সে সুযোগ পেলেই মানুষের কল্যাণে ছুটে যায়। তাই ঢাকা-১৭ আসনে এবার তার নির্বাচন করার সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। হার-জিত থাকবেই, আমার বিশ্বাস সে মানুষের সমর্থন পাবে।”

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর