ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food

দোরগোড়ায় শীত, প্রস্তুতি নেবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩২ ১১ নভেম্বর ২০২৫  

শীতকাল কড়া নাড়ছে জানালায়। খুব সকালে হালকা কুয়াশার দেখা মিলছে, আর বাতাস জানিয়ে দিচ্ছে শীত কাছেও কোথাও ঘাপটি মেরে আছে। কিন্তু পুরোটা শীতের দেখা মিলতে অপেক্ষা করতে হবে মাসের বাকি দিনগুলো। শীত পুরোটা নামার আগেই যদি কিছু প্রস্তুতি নেওয়া যায়, তাহলে মৌসুমটা হবে আরও আরামদায়ক ও উপভোগ্য। তাই এখনই সময় শীতের কেনাকাটার তালিকা তৈরি করার।

পোশাক কেনাকাটা : গরম আর আরাম

শীতের পোশাক মানে তো কেবল সোয়েটার নয়। প্রয়োজন হয় আরও কিছু। প্রথমেই নিজের পুরোনো শীতের পোশাকগুলো ভালো করে ধুয়ে, শুকিয়ে, দেখে নিন ঠিক আছে কি না। যদি পোশাক ছোট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে নতুন কিছু কেনা জরুরি।

শীতের পোশাক মানে তো কেবল সোয়েটার নয়। প্রয়োজন হয় আরও কিছু।

• সোয়েটার ও জ্যাকেট : হালকা থেকে ভারী, দু’ধরনেরই পোশাক রাখুন। সকালে অফিস বা ক্লাসে হালকা সোয়েটার, আর রাতে বাইরে বেরোলে মোটা জ্যাকেট কাজে দেবে।

• থার্মাল ইনার: ঠান্ডা বেশি পড়লে পাতলা জামার নিচে ইনার পরলে আরাম পাওয়া যায়, শরীরও গরম থাকে।

• মাফলার, গ্লাভস, টুপি: এগুলো শুধু ফ্যাশনের নয়, ঠান্ডা থেকে বাঁচারও ভালো উপায়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য অবশ্যই রাখতে হবে।

• জুতা ও মোজা: ফোম বা চামড়ার বন্ধ জুতা, আর উষ্ণ মোজা পরলে ঠান্ডা বাতাস থেকে পা সুরক্ষিত থাকে।

ত্বক ও চুলের যত্ন এখন থেকেই

শীত মানেই শুষ্ক ত্বক ও রুক্ষ চুল। তাই আগেভাগে কিছু স্কিন কেয়ার পণ্য কিনে রাখা দরকার।

• ময়েশ্চারাইজার ও লিপ বাম: ঠান্ডা হাওয়ায় ত্বক ফেটে যায়, তাই ভালো মানের ময়েশ্চারাইজার ও লিপ বাম এখনই সংগ্রহে রাখুন।

• নারকেল তেল বা অলিভ অয়েল: চুলে ও শরীরে নিয়মিত ব্যবহার করলে শীতেও ত্বক থাকবে নরম ও সতেজ।

• সানস্ক্রিন: অনেকেই ভাবেন শীতে সানস্ক্রিনের দরকার নেই, কিন্তু সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি শীতেও সক্রিয় থাকে।

ত্বক ও চুলের যত্ন এখন থেকেই। 

ঘরের প্রস্তুতি

শীতের সকাল বা রাতের সময় সবচেয়ে দরকারি জিনিস হলো উষ্ণতা। তাই গৃহস্থালির কিছু বিষয় এখনই গুছিয়ে ফেলুন।

• কম্বল, কাঁথা, চাদর: দীর্ঘ সময় ব্যবহারের কারণে এগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তাই রোদে শুকিয়ে নিন।

• গিজার ও ইলেকট্রিক কেটল: শীতের সকালে গরম পানির প্রয়োজনীয়তা অনেক। গিজার ঠিকঠাক কাজ করছে কি না দেখে নিন।

• গরম পানীয়: আদা-লেবুর চা, হট চকলেট বা স্যুপের উপকরণ আগে থেকেই কিনে রাখলে ঠান্ডা সন্ধ্যাগুলো হবে আরও আরামদায়ক।

নিজের জন্যও একটু সময় রাখুন

শীতের দিনে ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করে নিন। প্রিয় বই, এক কাপ চা আর উষ্ণ কম্বল, এই তিনে মিলে তৈরি হয় এক পরিপূর্ণ শীতের সন্ধ্যা। তাই কিনে রাখুন কিছু পছন্দের বই।

প্রিয় বই আর এক কাপ চা । 

এখনই সবকিছু গুছিয়ে ফেলুন, যাতে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলে আপনি থাকেন পুরোপুরি প্রস্তুত, আর শীত হয়ে ওঠে আরও মধুর!