ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৫ কার্তিক ১৪৩২
good-food

গ্রিন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান মেলায় উদ্ভাবনী প্রকল্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:১৪ ৯ নভেম্বর ২০২৫  

রাজধানীর গ্রিন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। এতে শিক্ষার্থীরা উদ্ভাবনী ও চিন্তাশীল প্রকল্প উপস্থাপন করে।

 

শুক্রবার এই বিজ্ঞান অনুষ্ঠিত হয়। মেলায় মেধাবীরা উপস্থাপন করে বিভিন্ন বিষয়ের উদ্ভাবনী ও চিন্তাশীল প্রকল্প।

 

গ্রিন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান মেলা-২০২৫ শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল, সৃজনশীলতা ও বিজ্ঞান অনুসন্ধানের প্রতি আগ্রহ তৈরি করে।

বিজ্ঞান মেলা-২০২৫ শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল তৈরি করে।

শিক্ষক, অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের প্রচেষ্টা ও উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে স্কুলের বিজ্ঞান ও গবেষণার প্রতি ভালোবাসা গড়ে তোলার অঙ্গীকারকে বিশেষভাবে উল্লেখ করেন।

 

দর্শনার্থীরা বলেন, এই বিজ্ঞান মেলা প্রমাণ করে গ্রিন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল হাতে-কলমে শেখানো ও একাডেমিক উৎকর্ষের প্রতি কতটা নিবেদিত।