ঢাকা, ২৬ নভেম্বর বুধবার, ২০২৫ || ১১ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

কেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি ধর্মেন্দ্রকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ২৫ নভেম্বর ২০২৫  

বলিউড সিনেদুনিয়ার মহীরুহ ধর্মেন্দ্র ওরফে ধরম সিং দেওল। গতকাল না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পদ্মভূষণে ভূষিত তিনি।

এছাড়া প্রাক্তন বিজেপি সাংসদ হওয়ার সুবাদে রাজনৈতিক মহলেও ধর্মেন্দ্রর ‘স্টার পাওয়ার’ একসময়ে চর্চিত ছিল। এমন কিংবদন্তির বিদায়বেলায় এত রাখঢাক! এমনকী শেষকৃত্যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা পর্যন্ত জুটল না!

কিন্তু কেন? বলিউড পাড়া ও সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কেন ধর্মেন্দ্রর শেষকৃত্য নিয়ে এত রাখঢাক? এবার জানা গেল আসল কারণ।

বলিউড মাধ্যম সূত্রে খবর, গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ধর্মেন্দ্রকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথমে। তবে পরে বেকে বসে দেওল পরিবার! জানা যায়, প্রথম থেকেই বিষয়টি মিডিয়াচক্ষুর অন্তরালে রাখতে চেয়েছিলেন তারা।

দিন পনেরো আগে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর রটাতেই নাকি পরিবারের সদস্যরা মারাত্মক রেগে গিয়েছিলেন। সেই অভিমানেই বাবার মৃত্যুর খবর মিডিয়ার সামনে দিতে চাননি তারা। সেই প্রেক্ষিতেই দেওল পরিবার রাষ্ট্রীয় মর্যাদায় ধর্মেন্দ্রর শেষকৃত্যের বিরোধিতা করে। যদিও পরিবারের তরফে এই তত্ত্ব নিশ্চিত করা হয়নি, তবে কানাঘুষো এমনটাই খবর বলিমহলে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর