ঢাকা, ০৫ মে রোববার, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
good-food
৮৬৮

খোলাবাজারে ডলারের দর আরও বাড়লো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৫ ৭ অক্টোবর ২০২৩  

খোলাবাজারে ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার,৫ অক্টোবর) কার্ব মার্কেট প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৯ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১১৭-১১৮ টাকা। 


বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দাম প্রায় ১১১ টাকা। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১১৯ টাকার অধিক দামে। 


বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এক্সচেঞ্জ হাউজ এবং ডলার কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, বেশিরভাগ মানি চেঞ্জারের কাছে ডলার নেই। যাদের কাছে আছে তারা সরাসরি বিক্রি করছেন না।

 

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শেখ হেলাল সিকদার বলেন, বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারগুলোকে ডলারের দাম বেঁধে দিয়েছে। তাদের কিনতে হয় ১১১ টাকা ৮০ পয়সায়। আর বিক্রি করতে হয় ১১৩ টাকা ৩০ পয়সায়। কিন্তু এ দামে কেউ ডলার পাচ্ছে না।  তাই মানি চেঞ্জারগুলো শূন্য হাতে বসে আছে। 

 

তিনি বলেন, মানি চেঞ্জারগুলো ফাঁকা রয়েছে। তবে ট্রাভেল এজেন্সি ও ফুটপাতে ডলার বিক্রি হচ্ছে। কারণ, কারও কাছে তাদের হিসাব দিতে হয় না।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর