ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭৫৩

গরিব-অসহায়দের পাশে দাঁড়ালেন ক্যাপ্টেন শাহ আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৪ ৫ এপ্রিল ২০২০  

 

মারণঘাতি করোনাভাইরাসের দাপটে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। বাংলাদেশেও এর সংক্রমণ ঠেকাতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ ও কার্যক্রম। কার্যত পুরো দেশ এখন ‘লকডাউনে’।

 

এ অবস্থায় সবচে’ সংকটে পড়েছে  হতদরিদ্র দুস্থ অসহায় গরিব সাধারণ মানুষ। নানা সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।  সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও গরিব-দু:স্থদের দেয়া হচ্ছে সহায়তা। 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের জিন্দা, কামতা, কালনী, টেকদা সেরদিয়া, কুলিয়াদী গ্রামে প্রায় গরিব-অসহায় ১০০০ পরিবারের মাঝে খাবারসহ সহায়তা সামগ্রী দিলেন  মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোঃ শাহ আলম।  


এসময় তিনি বলেন, করোনাভাইরাস সারা বিশ্বকে ঘিরে ফেলেছে। বাংলাদেশেও এই ভাইরাস হানা দিয়েছে তিন সপ্তাহের বেশি সময় ধরে। এই ভাইরাসে কে মরবে কে বাঁচবে তা বলা যাবে না। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছেন গরিব-নিম্ন আয়ের মানুষ। সাধ্যমতো সবাইকে সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান এই সমাজসেবক। 

 

করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন থেকে নিয়ম কানুন ও স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলারও পরামর্শ দেন ক্যাপ্টেন শাহ আলম।