ঢাকা, ২৪ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১০ পৌষ ১৪৩২
good-food
১৩০৭

গাজরের সন্দেশ রেসিপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৭ ১৭ অক্টোবর ২০২০  

গাজরকে বলা হয় সুপার ফুড। এটি পুষ্টিগুণে ভরপুর। এ সবজি দিয়ে নানা পদের খাবার তৈরি করা যায়। তন্মধ্যে একটি হলো মজাদার সন্দেশ। রইল টিপস-  

 

উপকরণ
• ছানা মিহি করে বাটা: ২ কাপ 
• কনডেন্সড মিল্ক: আধ কাপ
• চিনি: ২ কাপ 
• গাজর কোরা: ২ চামচ 

• দুধ: ১ কাপ
• ছোট এলাচ, কাজু বাটা: ১ চামচ
• ঘি: ২ টেবিল 

 

প্রণালী
প্যানে গাজর হালকা করে নেড়ে ছানা, চিনি দিন। কিছুক্ষণ পর একটু একটু করে ঘি, দুধ ও কনডেন্সড মিল্ক মেশান। এরপর অল্প আঁচে খানিক সময় নাড়ার পর কাজু বাটা দিয়ে আরেকটু নাড়ুন। অতপর এলাচ দিয়ে নামান। এবার ঠাণ্ডা করে ছাঁচে ফেললেই সন্দেশ প্রস্তুত।

লাইফ কিচেন বিভাগের পাঠকপ্রিয় খবর