ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৬৩০

গ্রামীণফোনের বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২২ ১৬ জানুয়ারি ২০২০  

প্রথমবারের মতো কোনো বাংলাদেশিকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোন।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে গ্রামীণফোনের নতুন সিইও হিসেবে দায়িত্বভার নেবেন ইয়াসির আজমান। তিনি মাইকেল ফোলি’র স্থলাভিষিক্ত হবেন। মাইকেল ফোলি আফ্রিকায় তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়াসির আজমানের নিয়োগের তথ্য জানানো হয়েছে।
 
প্রধান নির্বাহী কর্মকর্তার পদে আসার আগে আজমান ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের সিএমও এবং ২০১৭ সালের মে মাস থেকে ডেপুটি সিইও ও সিএমও’র দায়িত্ব পালন করছেন। এর আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর