ঢাকা, ২৪ নভেম্বর সোমবার, ২০২৫ || ১০ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১৮

চলে গেলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৫ ২৪ নভেম্বর ২০২৫  

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি মারা গেছেন। তাকে ভারতীয় চলচ্চিত্রের প্রথম মূলধারার অ্যাকশন তারকা বলা হয়।


সোমবার সকালে মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমস।  সম্প্রতি গুরুতর অসুস্থতা থেকে সেরে উঠে বাড়িতেই ছিলেন তিনি।


যদিও এখনও পর্যন্ত তার পরিবার আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেনি, তবু করণ জোহর তার মৃত্যু নিয়ে একটি পোস্ট শেয়ার করেন।


করণ জোহর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, “এটা একটা যুগের সমাপ্তি… এক বিশাল মেগাস্টার… মূলধারার সিনেমায় নায়কের প্রতিচ্ছবি… অবিশ্বাস্য রকম সুদর্শন এবং সবচেয়ে রহস্যময় পর্দা উপস্থিতি… তিনি ছিলেন এবং থাকবেন ভারতীয় সিনেমার এক প্রকৃত কিংবদন্তি… সিনেমার ইতিহাসের পাতায় চিরস্থায়ী ও সমৃদ্ধভাবে উপস্থিত… কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ… আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই তাকে ভালোবাসত… সবার জন্য তার মধ্যে ছিল অপরিসীম ভালোবাসা ও ইতিবাচকতা… তার আশীর্বাদ, তার আলিঙ্গন এবং তার অসাধারণ উষ্ণতা—কথায় প্রকাশ করা যাবে না, কতটা মিস করা হবে… আজ আমাদের ইন্ডাস্ট্রিতে এক বিশাল শূন্যতা তৈরি হলো… এমন এক জায়গা, যা আর কেউ পূরণ করতে পারবে না… চিরকাল থাকবে সেই একমাত্র ‘ধরমজি’… আমরা আপনাকে ভালোবাসি, প্রিয় স্যার… আপনাকে খুব মিস করব… আজ আকাশও ধন্য হলো… আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সবসময় আশীর্বাদ হয়ে থাকবে… আর আমার হৃদয় সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বলে— ‘এখনো চলে যেও না… কারণ হৃদয় এখনও ভরেনি…’ ওম শান্তি।”


ধর্মেন্দ্র ১৯৭০-এর দশকে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের একজন ছিলেন। তিনি দুই স্ত্রী—প্রকাশ কৌর ও হেমা মালিনী—এবং ছয় সন্তান রেখে গেছেন। তার পুত্র সানি দেওল ও ববি দেওলও জনপ্রিয় অভিনেতা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর