ঢাকা, ০১ মে বুধবার, ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১
good-food
৮৬৪

চা বেচেই ২৩ দেশ ভ্রমণ দম্পতির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৬ ১৯ জানুয়ারি ২০১৯  

বুড়ো বয়সে ভিমরতিতে ধরেছে। বউকে নিয়ে এখনো ঘুরতে জুড়িমেলা ভার বিজয়ন মোহনা দম্পতির। বছরে অন্তত একবার বিদেশ ভ্রমণ করবেন-ই করবেন।

পেশায় চা দোকানি দম্পতি। তাদের নেই কোনো কর্মচারী। কারণ একটাই, বিদেশ ভ্রমণ। প্রতিদিন যা আয় হয় সেখান থেকেই আলাদা করে রাখেন ৩০০ টাকা। লাখ টাকা ছুঁলেই দেন ছুট।

ভারতের কোচিতে বসবাস বিজয়ন মোহনা দম্পতির। দুজনেরই বয়স ৭০ ছুঁই ছুঁই। তাতে থোড়ায় কেয়ার।  বয়সেও যান ঘুরতে। ইতিমধ্যে সুইজারল্যান্ড, ব্রাজিল, আমেরিকা, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, পেরুসহ ২৩টি দেশ ঘুরেছেন।

বোঝাই যাচ্ছে, ছা পোষা জাত হলেও সাধ পূরণে কোনো খামতি নেই। এতদিন ছিলেন লাইমলাইটের আড়ালে। তাদের স্পটলাইটে আনলেন ড্রু বিনস্কি। 

ভারতীয় চায়ের ভীষণ ভক্ত পর্যটক। কোচিতে ঘুরতে এসে চা খেতে যান ‘শ্রী বালাজি কফি হাউজে’। এটি বিজয়ন মোহনার। এখন সেটি বেশ জাকজমকপূর্ণ।

ড্রু বিনস্কি জানান, একদিনেই পর্যায়ে আসেননি তারা। পোড়াতে হয়েছে বহু কাঠখড়।   ১৯৬৩ সালে চা বিক্রি শুরু করেন এ দম্পতি। প্রথমে শহরের রাস্তায়  চা বিক্রি করতেন। দিন দিন তা জনসাধারণের মাঝে জনপ্রিয়তা পেয়ে যায। দোকানও স্থায়ী হয়ে যায়। ক্রেতা বাড়তে থাকায় মন দেন সঞ্চয়ের দিকে।

তিনি বলেন, চাইলে ব্যবসা বাড়াতে পারতেন এ দম্পতি। কিন্তু ভ্রমণের বাতিক থাকায় তা করেননি। তাদের বিদেশ ভ্রমণের নেশাটা বা ভূত আসে চা খেতে আসা মানুষের মুখে গল্প শুনে।

বিজয়ন এখন পর্যন্ত  প্রিয়তমা স্ত্রীকে নিয়ে বেড়িয়েছেন ২৩টি দেশ। সামনে প্রস্তুতি নিচ্ছেন সুইডেন, ডেনমার্ক,  নেদারল্যান্ডস, গ্রিনল্যান্ড, নরওয়ে যাওয়ার।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর